Site icon Jamuna Television

ওয়ারীতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩

রাজধানীর ওয়ারীতে জোড়া খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাভার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ওয়ারী বিভাগের উপকমিশনার ছালেহ উদ্দিন।

তিনি জানান, ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ফ্ল‍্যাট মালিক আপন দুই ভাইকে হত‍্যা করে। ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির সাথে ১০ বছর আগে ফ্ল্যাট কেনার চুক্তি করে ভুক্তভোগী আল আমিন ভূঁইয়া। কোম্পানিকে এজন্য ২৫ লাখ টাকা পরিশোধও করেন তিনি।

তবে কোম্পানিটি বিল্ডিং তৈরি না করে গায়েব হয়ে যায়। গত ১৪ আগষ্ট আল আমিন ভূঁইয়া ও তাঁর ভাই নূরুল আমিন ভূঁইয়া হাটখোলা রোডের সামনে এলে আসামি আকবর হোসেন দলবল নিয়ে আক্রমন করে। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান দুই ভাই।

/এমএইচ

Exit mobile version