Site icon Jamuna Television

জোটের সিদ্ধান্ত মেনেই নির্বাচনে অংশ নেবে জাসদ: ইনু

১৪ দলীয় জোটের পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থীই দেওয়া হবে। জোটের সিদ্ধান্ত মেনেই নির্বাচনে অংশ নেবে জাসদ।
বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বাছাই বোর্ডের মিটিংয়ে একথা বলেন তিনি।

কেউ বিদ্রোহ করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচ্য হবে বলে জানান ইনু।

জাসদ সভাপতি জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর আগামীকাল আগ্রহীদের সাক্ষাতকার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী নির্বাচনে মনোনয়ন পেতে ২৪৩টি আবেদন পড়েছে।

Exit mobile version