Site icon Jamuna Television

পোশাক খাতের অস্থিরতায় পাশের দেশের ইন্ধন রয়েছে: শ্রম সচিব

ফাইল ছবি।

বাংলাদেশের পোশাক খাতে অস্থিরতায় পার্শ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ ছায়া সংসদে একথা বলেন তিনি।

শ্রম সচিব বলেন, দেশে পদে পদে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এটিই বাস্তবতা। পোশাক খাত স্থিতিশীল করতে শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মালিক-শ্রমিক সর্ম্পকের ওপরেও জোর দেন তিনি।

এদিকে, শ্রমিক অসন্তোষ নিরসনে ১০ দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ছায়া সংসদে শ্রমের অধিকার অপেক্ষা রাজনৈতিক স্বার্থই পোশাক খাতে অস্থিরতা তৈরি করছে- এমন প্রস্তাবের পক্ষে প্রাইম বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিতর্ক করেন।

/আরএইচ

Exit mobile version