Site icon Jamuna Television

আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি

দ্রুত মহাজোটের আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই চিঠি পৌঁছে দেয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এই চিঠি হস্তান্তর করেন।

চিঠির সত্যতা স্বীকার করে সুনীল শুভ রায় বলেন, চিঠিতে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আলোচনা চেয়েছেন। আমি গণভবনে সেই চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেছি।

দীর্ঘদিন থেকেই মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে আসছেন, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চুড়ান্ত হবে।

এরই মধ্যে শনিবার আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিল মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি।

Exit mobile version