Site icon Jamuna Television

খাঁটি দুধ কীভাবে চিনবেন?

শরীরে শক্তি পেতে আর পুষ্টির জন্য প্রতিদিন দুধ খাচ্ছেন আপনি। কিন্তু যে দুধ খাচ্ছেন তা কী খাঁটি। খাঁটি দুধ চেনার উপায় কী তাহলে।

ভেজাল দুধ আমাদের শরীরে প্রবেশ করে উপকারের বদলে অপকার করে।আসুন জেনে নেই খাঁটি দুধ চেনার ঘরোয়া উপায়।

মাটিতে ঢালুন

অল্প একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে দুধ খাঁটি। ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না।

হলদেটে দুধ

দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তাহলে দুধ খাঁটি নয়। এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট।

স্টার্চ টেস্ট

বাড়িতেই করে ফেলুন স্টার্চ টেস্ট। পাত্রে একটু দুধ নিয়ে তাতে ২ চা চামচ লবণ মেশান। যদি লবণের সংস্পর্শে এসে দুধ নীলচে হয়, তাহলে বুঝবেন, দুধে কার্বোহাইড্রেট রয়েছে।

ফর্মালিন

দুধে ফর্মালিন রয়েছে কি না তা বুঝতে এর মধ্যে একটু সালফিউরিক এসিড মেশান। যদি নীল রং হয়, তবে ফর্মালিন আছে।

ইউরিয়া

দুধে ইউরিয়া মেশানো আছে কি না তা ঘরোয়া উপায়ে নির্ণয় একটু কঠিন। তবে একান্তই বুঝতে চাইলে এক চামচ দুধে সয়াবিন পাউডার মেশান। কিছু ক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতেই লাল লিটমান নীল হয়, তবে বুঝবেন ইউরিয়া রয়েছে সেই দুধে।

Exit mobile version