Site icon Jamuna Television

মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের একাধিক নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এই অভিযান চালায়।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, শুক্রবার রাতে মেনজালারা এবং বুকিত বিনতাং-এর দুটি বিনোদন কেন্দ্রে একসাথে অভিযানে চালানো হয়। অভিযানে ৯৩ জন বিদেশীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ, ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা, পাঁচজন বাংলাদেশি পুরুষ, দুইজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী রয়েছেন।

জাফরি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে গ্রেফতারকৃত বেশিরভাগ বিদেশী পর্যটক হিসেবে মালয়েশিয়ায় এসেছিল। কিন্তু অধিকাংশেরই ভিসার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। গ্রেফতারকৃতদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version