Site icon Jamuna Television

বাংলাদেশি ৩০ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রতীকী ছবি

আহমাদুল কবির, মালয়েশিয়া:

৩০ বাংলাদেশিসহ ২১১ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষে তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। এর আগে ,গত মাসে একই ডিটেনশন ক্যাম্প থেকে দুই ধাপে বাংলাদেশিসহ ২২২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়।

রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে মিয়ানমারের ১০৩, ইন্দোনেশিয়ার ৭০, বাংলাদেশি ৩০, থাই ৭ এবং ১ জন কম্বোডিয়ান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে তাদের নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়।  সেইসঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশে করতে না পারে সেজন্য ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে।

/এনকে

Exit mobile version