Site icon Jamuna Television

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী এলাকায় স্ত্রী শামসুন্নাহারকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মমর্পণ করেছেন মোখলেছুর রহমান (৫৬) নামে এক স্বামী। শবিবার (২১ সেপটেম্বর) রাতে পল্লবী থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মুখলেছুর-শামসুন্নাহার পল্লবীর সাগুফতা এমএন হাউজিংয়ের বি ব্লকের একটি ভাড়া বাসার ৬ তলায় থাকতেন। মুখলেছুরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ি থানার মারিবালয় গ্রামে।

থানায় এসে ওই স্বামী জানান, পারিবারিক কলহের কারণে তিনি তার স্ত্রীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আর হত্যার পর থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন।

বর্তমানে মোখলেছুর রহমান পল্লবী থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে, ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে বলেও জানা গেছে।

/এএস

Exit mobile version