Site icon Jamuna Television

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে আরেক শিক্ষার্থী গ্রেফতার

ছবি: সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় মাহউদুল হাসান রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে।

শামীম হত্যা মামলার ৩ নম্বর আসামি রায়হান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, রায়হানকে দুপুর নাগাদ আদালতে তোলা হবে। চাওয়া হবে ৭ দিনের রিমান্ড। জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর জাবির সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এরপরই, উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষাঙ্গনের পরিবেশ। জড়িতদের বিচারের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা।

/এমএইচ

Exit mobile version