Site icon Jamuna Television

মাদারীপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকাটিতে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি দোকানপাটে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

হাত বোমার আঘাতে গুরুতর আহত হয় ইকবাল বেপারী। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version