Site icon Jamuna Television

অবশেষে ঢাবিতে শিক্ষা কার্যক্রম শুরু

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়, ফাইল ফটো

আড়াই মাসেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া টানা কয়েক মাস পর ক্লাসে ফিরতে পারায় খুশি শিক্ষার্থীরা। বন্ধের সময়ে পড়াশোনায় যে ঘাটতি হয়েছে, তা দ্রুত পুষিয়ে নিতে চান তারা।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ছাত্র-জনতা অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে। জুলাই-আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে; তা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে- জানান উপাচার্য।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে। সবকিছু কাটিয়ে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক পরিবেশে ফিরবে- এমনটাই তার প্রত্যাশা।

/এটিএম

Exit mobile version