Site icon Jamuna Television

‘অতীতে ভারতের সাথে নিষ্ক্রিয়তা থেকে থাকলেও তা শেষ হয়ে গেছে’

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, ফেনী:

নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও। ভারতের সাথে আগের সরকারের কোনো নিস্ক্রিয়তা থেকে থাকলেও সেই দিন শেষ হয়ে গেছে। বিগত সরকার বাংলাদেশের দাবিগুলো আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেননি। এমন মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, দরকষাকষি করে চুক্তি অনুকূলে থাকলে তা স্বাক্ষর করা হবে। অন্যদেশ কি পদক্ষেপ নিলো তা আমাদের দেখার বিষয় নয়। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মানুষের দুর্দশা-চাহিদার বিষয়ে উজানের দেশগুলোর সাথে আলোচনা করা হবে। মানবিক কারণে হলেও ভারত-বাংলাদেশকে একসাথে পানি ব্যবস্থাপনার সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ 

Exit mobile version