Site icon Jamuna Television

শেষ সময়ের গোলে মেসিদের হতাশার ড্র

ম্যাচের অতিরিক্ত সময়ে কর্ণার থেকে পাওয়া গোলে লিও মেসির ইন্টার মায়ামির বিপক্ষে হার এড়িয়েছে নিউইয়র্ক সিটি এফসি। শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ইয়ানকি স্টেডিয়ামে মেজর লিগ সকারে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মেসির নেতৃত্বে জাদুকরী এক আক্রমণে লিওনার্দো কাম্পানার গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে স্বাগতিকদের এক পয়েন্ট নিশ্চিত করেন জেমস স্যান্ডস।

এ নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন মেসির মায়ামি। লিগে নিজেদের আগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করে মাঠ ছাড়ে তারা।

ম্যাচে শুরুর একাদশে না থাকা মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ নিয়েই এদিন মাঠে নামে ফ্লোরিডার দলটি। কিন্তু প্রথমার্ধে তাদের নিষ্প্রভ রেখে ছড়ি ঘোরায় নিউ ইয়র্ক। মেসির একটি ফ্রি কিক বাইরে দিয়ে বেরিয়ে গেলে হতাশ হয় মায়ামি সমর্থকরা। প্রথমার্ধে একাধিক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে জালে বল জড়াতে ব্যর্থ হয় দুদলের ফরোয়ার্ডরা।

ম্যাচের ৭৫তম মিনিটে বল নিয়ে ক্ষিপ্রগতিতে সোজা ডি বক্সের দিকে ঢুকে বাঁ দিকে ভয়ঙ্কর পাস দেন মেসি। সেই বল পেয়ে গোলমুখে আড়াআড়ি নিচু ক্রস বাড়ান আলবা। সহজ টোকায় ব্যবধান গড়ে দেন তিন মিনিট আগে রবার্ট টেইলরের বদলি নামা কাম্পানা। এই গোলে জয়ের পথেই ছিল মায়ামি।

কিন্তু পিছিয়ে পড়েও যেনো ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ছিলো স্বাগতিকরা। ম্যাচে যখন শেষ বাশির অপেক্ষা তখন কর্নার থেকে হেডে মায়ামি সমর্থকদের হৃদয় ভাঙেন জেমস। মেজর লিগ সকারে এটি তার প্রথম গোল। হার এড়ালেও এ নিয়ে টানা ৯ ম্যাচ জয়হীন নিউ ইয়র্ক। ৩০ ম্যাচে ১১ জয় ও ৮ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় তারা আছে সাতে।

উল্লেখ্য, নিউ ইয়র্কের সমান ম্যাচে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসিরা।

/এমএইচআর

Exit mobile version