Site icon Jamuna Television

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার চলছে

সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের বিভাগওয়ারী সাক্ষাৎকার চলছে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজনে কথা বলেন।

আজ রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। দুপুর দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। কাল বরিশাল ও খুলনা, ২০ নভেম্বর চট্টগ্রাম, সিলেট এবং ২১ নভেম্বর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ নেয়া হবে।

৫ দিনে সারাদেশের ৪ হাজার ৫শ’ ৮০ জন বিএনপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সাক্ষাৎকার নেয়া হলেও এখনই ঘোষণা করা হবে না, চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রাথমিকভাবে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করে রাখা হবে, পরে ২০ দল ও ঐক্যফ্রন্টের সাথে সমন্বয় করে চূড়ান্ত প্রার্থীর নাম দেয়া হবে ইসিতে।

Exit mobile version