Site icon Jamuna Television

ব্রেমেনকে ৫ গোলে বিদ্ধস্ত করে বড় জয় তুলে নিলো বায়ার্ন

বুন্দেসলিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ- আসর যেটাই হোক, প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো যেনো একেবারে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের জন্য। শনিবার (২১ সেপ্টেম্বর) ওয়েডার ব্রেমেনকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কোম্পানির দল।

এই জয়ে লিগের চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে চার ম্যাচের সবকটিতেই জিতল সাবেক চ্যাম্পিয়নরা। এবারের জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

ম্যাচে বায়ার্ন মিউনিখের বড় জয়ের নায়ক মাইকেল অলিস। দলের চারটি গোলেই জড়িয়ে থাকল তার নাম। অলিস নিজে করেছেন দুই গোল; সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। এ ছাড়া স্কোরার শিটে নাম লেখান জামাল মুসিয়ালা, সার্জি জিন্যাব্রি ও হ্যারি কেন।

/এমএইচআর

Exit mobile version