Site icon Jamuna Television

বড় পরাজয়ের কারণ জানালেন শান্ত

চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বাংলাদেশের পারফরম্যান্সে। ফলাফলের দিন প্রথম সেশনে মাত্র ৪০ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ম্যাচ শেষে দলের এমন বড় পরাজয়ের কারণ জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি। চেষ্টা করি যতট সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার। কানপর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করছে, আশাকরি ব্যাটাররাও দ্রুতই ছন্দে ফিরে আসবে।

তিনি আরও বলেন, এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাসকিন-হাসানদের বোলিং। তারা প্রথম ইনিংসের প্রথম ২-৩ ঘণ্টা যেভাবে বোলিং করেছেন, তাতে বেশ চাপে ছিল ভারতীয় ব্যাটাররা। যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায়। আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। তবে,সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারিনি। মূলত, ম্যাচের একটা পর্যায়ে বোলারদের ব্যাকফুটে চলা যাওয়া এবং প্রতিপক্ষের বড় জুটির পাশাপাশি প্রথম ইনিংসে নিজেদের কম রানই ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে।

স্বাগতিকদের এই জয়ের পেছনে মূল কারিগর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সেঞ্চুরির পাশাপাশি তার ফাইফার কীর্তিতেই ম্লান হয়ে গেছে শান্তদের পুরো দলের পারফরম্যান্স। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। টেস্ট সিরিজ শেষে রয়েছে দুদলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে অক্টোবর মাসের ৬, ৯ ও ১২ তারিখে।

/এমএইচআর

Exit mobile version