Site icon Jamuna Television

ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখালেন নীড়

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে জয় পেয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। শনিবার (২১ সেপ্টেম্বর) ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল।

এই রাউন্ডের আগে শিরোনামে আসেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান তিনি। রাজীব না খেললেও দলগত বিভাগে বাকি তিন জন অংশ নেন। সেখানে মনন জিতলেও হেরে যান ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

দশম রাউন্ডে প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করায় চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন।

উল্লেখ্য, ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়সী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম কোনো গেমে হারের মুখ দেখলেন।

/এমএইচআর

Exit mobile version