Site icon Jamuna Television

মোদি-বাইডেন বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর, এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, উভয় নেতাই কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম, বায়োটেকনোলজি এবং ক্লিন এনার্জির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া তারা সমমনা অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টাকেও জোর দিয়েছেন আলোচনায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈঠকের পর একটি পোস্ট দিয়েছেন মোদি। সেখানে তিনি লেখেন, দিলাওয়ারে গ্রিনভিলে তার বাসভবনে আমাকে আতিথেয়তা করার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস। অধিবেশনের ফাঁকে বাইডেনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

/এমএইচআর

Exit mobile version