Site icon Jamuna Television

নিজেদের টেস্ট ইতিহাসে ৯২ বছরে প্রথমবারের মতো যে কীর্তি ভারতের

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আর এই ম্যাচ জিতেই নিজেদের টেস্ট ইতিহাসে এক বিরল কীর্তি গড়লো মেন ইন ব্লু শিবির। ১৯৩২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামে তারা। দীর্ঘ এই সময়ে দেশ-বিদেশ কিংবা নিরপেক্ষ ভেন্যু মিলিয়ে ৫ শতাধিক টেস্ট ম্যাচ খেলেছে ভারত।

তবে নিজেদের মাঠে, টস হেরে ব্যাটিংয়ে নেমে এই প্রথম টেস্ট জিতলো রোহিত-কোহলিরা। পরিসংখ্যান বলছে ঘরের মাঠে টেস্টে ভারতকে কেবল ৯ বার টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে। এর মধ্যে আগের আট ম্যাচে ২টি হারের সঙ্গে ছিলো ৬টি ড্র। এবারই প্রথম নিজেদের দর্শকদের সামনে টসে হেরে আগে ব্যাট করে টেস্ট জিতল তারা।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিনপার্কে সিরিজের দ্বিতীয় ও শেষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সেই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। চেন্নাই টেস্টের স্কোয়াডকে অপরিবর্তিত রেখেই দল ঘোষণা করেছে বিসিসিআই।

/এমএইচআর

Exit mobile version