Site icon Jamuna Television

টেকসই পদক্ষেপ না নিলে আবার বন্যার কবলে পড়তে পারে ফেনীসহ অনেক জেলা

টেকসই পদক্ষেপ না নেয়া হলে আবার ভয়াল বন্যার কবলে পড়তে পারে ফেনীসহ আশেপাশের জেলা। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাই বহুমুখী পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ‘সাম্প্রতিক বন্যার কারণ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা।

বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, ফেনীতে বন্যার ক্ষয়ক্ষতি কমবেশি ১৫ হাজার কোটি টাকার কথা বলা হলেও এ ক্ষয়ক্ষতি আর্থিকভাবে নিরুপণ সম্ভব নয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবেশী দেশ বাঁধ খুলে দেয়ার আগে আগাম সতর্ক না করলে আবার ঝুঁকি থেকে যাবে ভাটি অঞ্চল ফেনী।

গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ফেনীতে বন্যায় যে মানবিক বিপর্যয় হয়েছে, তা পানি আগ্রাসন। কুটনীতিক পর্যায়ে এ নিয়ে তৎপরতা চালাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, বন্যা পরবর্তী কাজগুলো দায়িত্বশীলতার সঙ্গে করা হয়নি। পুনর্বাসনের দিকে এখন জোর দেয়ার দাবি জানান তিনি।

/এএম

Exit mobile version