Site icon Jamuna Television

রাজবাড়ীতে হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর গোয়ালন্দে সুশীল কুমার সরকার (৫৭) নামের হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সুশীল উপ‌জেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পু‌লিশ জানায়, কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সুশীল কুমার। এসময় দুর্বৃত্তরা তাকে ডেকে পাশে নিয়ে এলোপাতাড়ি কু‌পি‌য়ে ও গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সুশীল কুমার সরকারের প‌রিবা‌রের ধারণা, অভ্যন্তরীন কোন্দলের জেরে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা‌ গে‌ছে, সুশীল যৌবনকা‌লে চরমপন্থী নেতা ছি‌লেন কিন্তু বর্তমা‌নে স্বাভা‌বিক জীবন যাপন কর‌তেন। নিহত সুশীলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৩টি অস্ত্র ও ২টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে।

/এএম

Exit mobile version