Site icon Jamuna Television

মালদ্বীপের সঙ্গে পয়েন্ট হারিয়ে বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের দুই ম্যাচ শেষে এখনো জয়শুন্য বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ০-১ গোলে হারের পর এবার মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের কিশোররা।

দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে এখন টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ভারত ও মালদ্বীপ ড্র হলে বাংলাদেশ বাদ পড়বে। শুধুমাত্র ভারত ২ গোলের ব্যবধানে জিতলে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ গোলের ভালো কিছু সুযোগ তৈরি করেছিল। তবে ফিনিশিং দুর্বলতায় একটির বেশি গোল পায়নি।

ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি আসে ৪৮ মিনিটে। বক্সের একটু বাইরে থেকে মুর্শেদ আলী জোরালো শটে জাল খুঁজে নেন। ৭৫ মিনিটে সমতা আনতে সক্ষম হয় মালদ্বীপ। কাউন্টার অ্যাটাকে মালদ্বীপের ইলান দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

/আরআইএম

Exit mobile version