Site icon Jamuna Television

কয়েক ঘণ্টা পরই শুরু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলা। যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দার নানা বিষয়ের সমাধানে চলবে বাকবিতণ্ডা। সেখানে অংশ নিবেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রধানরা।

ভেতরে সমাধানের আলোচনা চললেও বিভিন্ন দেশের নাগরিকরা সদর দপ্তরে সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।। এই বৈঠকে বাংলাদেশের নানান সমস্যার সমাধানের পথ বের হতে পারে।

মূল অধিবেশনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে।

/এটিএম

Exit mobile version