Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে প্রাণহানি ৪

যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে ম্যাস শুটিংয়ে প্রাণ হারালেন ৪ জন। শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা।

পুলিশের তথ্য অনুসারে, বার্মিংহাম শহরে হয় গোলাগুলি। সেখানে একদল লোকের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে একাধিক গানম্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা, ম্যাস শুটিং না বরং পরিকল্পিত হত্যাকাণ্ড এটি।

অপরাধীদের দ্রুত গ্রেফতারে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সন্ধান দিতে পারলে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। বার্মিংহামে গত দু’মাসে ম্যাস শুটিংয়ের দ্বিতীয় ঘটনা এটি।

/এটিএম

Exit mobile version