Site icon Jamuna Television

আশুলিয়ায় আজও অন্তত ২০ কারখানা বন্ধ

ফাইল ছবি

আশুলিয়ায় আজও অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। আন্দোলনের মুখে জামগড়া, বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ এলাকার বেশ কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।

কারখানাগুলোতে নতুন করে আন্দোলনের কারণে নৈরাজ্য ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

নিশ্চিন্তপুরের বন্ধ কারখানা নিউএইজ’র গেটে ঝুলানো শ্রমিকদের দাবিনামা থেকে জানা যায় আটঘণ্টা ডিউটি মাসিক বেতন ২৫ হাজার টাকা বাৎসরিক বেতন, পনেরো শতাংশ হারে বৃদ্ধি করা, হাজিরা বোনাস এক হাজার টাকা নির্ধারণ এবং হাজিরার ক্ষেত্রে পনেরো মিনিট পর্যন্ত ছাড় দেয়া প্রত্যেক শ্রমিকের রেশন কার্ড প্রদানসহ ১৫ দফা দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা।

তবে অধিকাংশ কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ করছে শ্রমিকরা। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

/এনকে

Exit mobile version