Site icon Jamuna Television

পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের বহরে বোমা হামলা, নিহত ১

পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের একটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত জেলায় ঘটে এই হামলা। এতে অন্তত এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তবে বিদেশিদের সবাই সুস্থ্ রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এলাকাটিতে বর্তমানে কারফিউ জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে চালানো হচ্ছে তল্লাশি। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পুলিশ জানায়, স্থানীয় চেম্বার অব কমার্সের আমন্ত্রণে বিদেশি কূটনীতিকরা সোয়াত উপত্যকা সফরে গিয়েছিলেন।

/এটিএম

Exit mobile version