Site icon Jamuna Television

যৌন সন্ত্রাস রুখতে মি টু আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান

যৌন নিপীড়ন বিরোধী অাইন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। একই সাথে এ সংক্রান্ত উচ্চ অাদালতের রায়ের বাস্তবায়ন চাওয়া হয়েছে। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মি টু অান্দোলনের পক্ষে এক মানববন্ধনে এসব দাবি করেন বক্তরা।

এ সময় তারা বলেন, এই অান্দোলন দেশে জোরালো হলে নিপীড়করা অন্তত মানমর্যদার ভয়ে এ ধরনের ঘৃণিত কাজ থেকে বিরত থাকবে। অান্দোলনকারীরা বলেন, এই অান্দোলন পুরুষদের বিরুদ্ধে নয়, এ অান্দোলন মুখোশধারী যৌন নিপীড়কদের বিরুদ্ধে। যৌন সন্ত্রাস রুখতে সবাইকে এ অান্দোলনে যুক্ত হওয়ার অাহ্বান জানান তারা। বিভিন্ন সময় যৌন হয়রানীর শিকার হয়েছেন এমন নয় জন নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন। এরপর থেকে দেশে জোরালো হতে থাকে মি টুু অান্দোলন।

Exit mobile version