Site icon Jamuna Television

‘ম্যাচের আগে শতভাগ ফিট ছিলেন সাকিব, তবে খেলা চলাকালীনই চোট পান’

ছবি: সংগৃহীত

চেন্নাই টেস্টে বড় হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার। কিন্তু ম্যাচের চেয়ে বেশি কথা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। কেননা চেন্নাই টেস্টে সাকিবের আঙুলে চোট নিয়ে প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছিল আগেই চোট ছিল এই অলরাউন্ডারের। যে কারণে বোলিং কম করানো হয়েছে তাকে। এবার সেই বিতর্কে যোগ দিলেন নির্বাচক হান্নান সরকার। তিনি অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা। বলেন টেস্ট চলাকালীনই চোট পান সাকিব।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নির্বাচক হান্নান সরকার। এ সময় সাকিব প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখবো তার কী অবস্থা।

হান্নান সরকার আরও যোগ করে বলেন,  আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব।

আঙুলে চোট পাওয়ার ব্যাখ্যায় বিসিবির এই নির্বাচক বলেন, আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।

কানপুর টেস্টে সাকিব থাকবেন কিনা, এই ব্যাপারে হান্নান সরকার বলেন, গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর দুটি সেশন থাকবে। সেটা দেখে ওই জাজমেন্টে যাব। এই দুইটা দিন কিন্তু তাকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা তখন নেব। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই।

/আরআইএম

Exit mobile version