Site icon Jamuna Television

সদস্যদের টেলিযোগাযোগ ডিভাইস ব্যবহার না করার নির্দেশ ইরানের বিপ্লবী গার্ডের

সদস্যদের যেকোনো ধরনের টেলিযোগাযোগ ডিভাইস ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি দুই দফায় লেবাননে হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি। ইরানের দুই কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

তারা জানায়, কমিউনিকেশন ডিভাসসহ সব ধরনের যন্ত্র পরীক্ষা-নিরিক্ষার জন্য বিশেষ এক অভিযান চালাচ্ছে আইআরজিসি। তাদের বেশিরভাগ যন্ত্রই হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে কিংবা চীন-রাশিয়া থেকে আমদানি করেছে ইরান।

/এএম

Exit mobile version