Site icon Jamuna Television

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট দিশানায়েকে’কে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় নির্বাচিত নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে’কে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সাথে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে লঙ্কা বিজনেস অনলাইন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে কোনো প্রার্থী-ই সরাসরি ভোটে বা প্রথম দফার ভোটে শতকরা ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হন। ফলে আইন অনুযায়ী দ্বিতীয়বার ভোট গণনা করা হয়।

এরপর নির্বাচন কমিশন দিশানায়েকে’কে বিজয়ী ঘোষণা করেন। দিশানায়েকে একজন বামপন্থি। নির্বাচনী প্রচারণার সময় দিসানায়েকে দুর্নীতি বিরোধী কঠোর ব্যবস্থা এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা দেশটির জনগণের মধ্যে পরিবর্তনের আশার সঞ্চার করেছে।

/এআই

Exit mobile version