Site icon Jamuna Television

গাজীপুরে বাসচাপায় নারী নিহতের জেরে বাসে আগুন

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় নারী নিহতে জেরে উজান ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত ও অজ্ঞাত একজন আহত হয়।

পরে স্থানীয়রা বাসটি আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

/এনকে

Exit mobile version