Site icon Jamuna Television

মাদকাসক্ত ভাইয়ের হাতে আরেক ভাই খুন

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত এক ভাইয়ের হাতে আরেক ভাই হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওয়্যারলেস গেটের এক ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ওই বড়ভাইয়ের নাম মশিউর রহমান (৪৫) আর অভিযুক্ত ভাইয়ের নাম শেখ ফরিদ হোসেন ভূঁইয়া ওরফে বাবু (২৫)। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মশিউর রহমানকে মৃত অবস্থায় পায়।

পুলিশ জানায়, নিহতের মাথার পিছনে ধারালো অস্ত্রসহ শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে। নিহত মশিউর চার ভাইয়ের মধ্যে বড়। পলাতক সন্দেহভাজন হত্যাকারী শেখ ফরিদ হোসেন বাবু ভাইদের মধ্যে ছোট। সে মাদকের টাকার জন্য প্রায়ই বাসায় ভাঙচুর করত।

সোমবার সন্ধ্যায় সে বড় ভাইয়ের টাকা চাইলে তা দিতে রাজি হয় না মশিউর। তখন তার মাথায় আঘাত করে পালিয়ে যায় বাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় মশিউরের। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে তবে পুলিশ কিংবা ভিকটিমের ভাই কেউ কথা বলতে রাজি হননি।

/এএস

Exit mobile version