Site icon Jamuna Television

দুই দিনের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী

ফাইল ছবি।

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই আদেশ দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় সাবেক এই এমপিকে। রাউজানে ২০১৯ সালের একটি ঘটনায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে নগরের ভিন্ন দুইটি মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তোলা হয়। সেখানে রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন এবং কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এ সময় সাধারণ মানুষ ফজলে করিম চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন।

/এনকে

Exit mobile version