Site icon Jamuna Television

দুর্নীতির দায় স্বীকার সিঙ্গাপুরের সাবেক মন্ত্রীর

সিঙ্গাপুরে ‘ফর্মুলা ওয়ান’ রেসিং চালুর জন্য খ্যাতি অর্জন করেছিলেন পরিবহনমন্ত্রী সুব্রামানিয়াম ঈশ্বরণ। এবার তিনি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেন। তার বিরুদ্ধে আনা ঘুষ নেয়ার অভিযোগ তিনি স্বীকার করেছেন।

দেশটির ইতিহাসে এই প্রথম কোনো মন্ত্রী দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৬২ বছর বয়সী সুব্রামানিয়াম ঈশ্বরাণের দুর্নীতির খবর দেশটিতে চাঞ্চল্য সৃষ্টি করে। সাবেক পরিবহনমন্ত্রী সুব্রামানিয়াম ঈশ্বরণের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে সেগুলো প্রত্যাহার করে নেয়ার পর তিনি ঘুষ নেয়ার অভিযোগ স্বীকার করে নেন।

উপহার হিসেবে ঘুষ নিয়েছিলেন সুব্রামানিয়াম ঈশ্বরণ। এখন প্রতিটি অভিযোগের জন্য জরিমানা বা দুই বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে তাকে। দুর্নীতির কারণে দোষী সাব্যস্ত হওয়ায় ১ লাখ মার্কিন ডলার কিংবা সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

/এআই/এমএন

Exit mobile version