Site icon Jamuna Television

সরাসরি সম্প্রচারে লেবাননের সাংবাদিকের ওপর ইসরায়েলি হামলা

সরাসরি সম্প্রচারের সময়ে এবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেন লেবাননের এক সাংবাদিক। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম ডব্লিউআইওন।

ওই সাংবাদিকের নাম ফাদি বউদিয়া। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যমের সম্পাদক তিনি। লেবাননের বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। এরমধ্যে ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে তার বাড়ির জানালায়। তাতে মারাত্মক আহত হন ফাদি বউদিয়া।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, সম্পাদক বউদিয়া একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

/এএম/এমএন

Exit mobile version