Site icon Jamuna Television

ভিয়েতনামে জুয়ায় হেরে টাকা পরিশোধে চাচার কবর খুঁড়ে মাথার খুলি ও হাড় চুরি

জুয়া খেলে হেরেছেন প্রায় ৫ বিলিয়ন ভিয়েতনামিজ ডং। মার্কিন ডলারে এর পরিমাণ দুই লাখ ৩ হাজার ডলার। কিন্তু বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধের টাকা নেই ৩৭ বছর বয়সী লু থানহ নামের। তিনি উত্তর ভিয়েতনামের থান হোয়া প্রদেশের বাসিন্দা।

অর্থ পরিশোধের উদ্দেশ্যে মৃত চাচার কবর খুঁড়ে তিনি চুরি করেছেন মাথার খুলি ও হাড়। সেগুলো চড়া দামে বিক্রির উদ্দেশ্য ছিল তার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অর্থ যোগাতে চাচার পরিবারকে প্রথমে ব্ল্যাকমেইল করেন লু থানহ নাম। তারা এত পরিমাণ অর্থ দিতে সম্মত হননি। এরপর ক্ষোভ ও ক্রোধ নিয়ে মৃত চাচার কবর খুঁড়তে যান এই যুবক।

গত ৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে। ওইদিন তার চাচার কবরে ২০ সেন্টিমিটার গর্ত খননের জন্য একটি বেলচা ব্যবহার করেন। তিনি তার চাচার দেহাবশেষের কিছু অংশ সরিয়ে পাশের আবর্জনার স্তূপে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে এই কাজ করতে গিয়ে ধরা পড়েন চাচার পরিবারের কাছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য, লু থানহ নামের ওই চাচা চার বছর আগে মারা যান। অভিযুক্তকে ইতোমধ্যে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে।

/এআই/এমএন

Exit mobile version