Site icon Jamuna Television

নির্বাচনের কারণে থার্টিফার্স্টে অনুষ্ঠান না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্ট রাতে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সকালে সচিবালয়ে এক ব্রিফিং-এ তিনি এই আহ্বান জানান।

আগের দিনই দেশের জাতীয় নির্বাচন, পরদিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা, এজন্য কোন আয়োজন না রাখার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন জানান, খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশপাশি, চার্চগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা রাখবে।

Exit mobile version