Site icon Jamuna Television

রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজন, নেয়া হলো ঢামেকে

পুলিশের রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

অসুস্থ নুরুল ইসলাম সুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা দিয়ে ঘণ্টাখানেক পর তাকে ঢামেক হাসপাতাল থেকে নিয়ে গেছে যাত্রাবাড়ি থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগ থেকে তাকে চিকিৎসা দিয়ে আবার নিয়ে যাচ্ছি।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সুজন বর্তমানে ৫ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

/এএম/এমএন

Exit mobile version