Site icon Jamuna Television

১ জানুয়ারি প্রাথমিকে নতুন বই দেয়া হবে: অর্থ উপদেষ্টা

ফাইল ছবি।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে মাধ্যমিকের বই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বইয়ের মানের ক্ষেত্রে কোনও আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে। তাছাড়া, এবার বই উৎসব হবে কি না সেটি নিশ্চিত নয় বলেও জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, কৃষিখাতে যাতে কোনও প্রভাব না পড়ে তাই রাশিয়াসহ কয়েকটি দেশ থেকে ইউরিয়া সার কেনা হবে। এছাড়া, দেড়লাখ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

/আরএইচ

Exit mobile version