Site icon Jamuna Television

ইতালিতে আল হেরা একাডেমির স্কুল ও মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

জাকির হোসেন সুমন : 

ইতালির জেনোভায় আল হেরা একাডেমি স্কুল ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । 

স্থানীয় একটি হল রুমে আল হেরা একাডেমি স্কুলের মাদ্রাসার ছোট-ছোট কোমলমতি শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা-ও দেয়া হয়। প্রতি বছরের ন্যায়, এবছর-ও মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও জেনোভা বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু করা হয়। 

মিন্টু মোড়ল ও আমানুল্লাহ রাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। শুরুতেই, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  করেন ইমরান হোসেন ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ইমরান মাহমুদ রোমান।

প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রব তপাদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন সুজন ঢালী। এছাড়াও, বাংলাদেশ সমিতি জেনোভা ইতালির সভাপতি মাইন উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাসুম বেপারী। বিশেষ বক্তা হিসাবে ছিলেন সুমন পাটোয়ারী।

প্রবাসের মাটিতে বেড়ে ওঠা সকল ছেলে-মেয়ে ইসলামিক দ্বীনি শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আল হেরা একাডেমি স্কুল ও মাদ্রাসা।

অনুষ্ঠানের এক পর্যায়ে, বিজয়ী সকল ছাত্র-ছাত্রী হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের উপহার সামগ্রী   দিয়ে সম্মান জানায় আল হেরা একাডেমী স্কুল এন্ড মাদ্রাসা।

/এআই

Exit mobile version