Site icon Jamuna Television

যৌথ নদী কমিশন নিয়ে যা বললেন বন ও পরিবেশ উপদেষ্টা

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হোসেন বলেছেন ‘যৌথ নদী কমিশন’এ কোন রাজনীতিক বা নাগরিক সমাজের প্রতিনিধি নেই। সে কারণেই দর কষাকষি ইস্যুতে রয়েছে দুর্বলতা। এমনকি আন্তর্জাতিক আদালতেও এককভাবে কোনো দেশ অভিযোগ জানাতে পারে না। যা বড় সমস্যা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে আয়োজিত ‘অভিন্ন নদীতে বাংলাদেশের নায্য অধিকার’ শীর্ষক সেমিনারে পরিবেশ উপদেষ্টা এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বৃষ্টির পানির তথ্য লেনদেনের ইস্যুটি মানবিক। প্রতিবেশী হিসেবে এটাকে রজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। দুর্যোগ থেকে মানুষের প্রাণরক্ষার জন্যই ‘যৌথ নদী কমিশন’কে তথ্য দিতে হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে দ্রুতই ভারতের সাথে আলাপ শুরু হবে। তবে, সেক্ষেত্রে সমঝোতা থাকতে হবে বলেও জানান উপদেষ্টা।

/এমএইচ

Exit mobile version