Site icon Jamuna Television

ট্যুর অপারেটর সেবার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

পর্যটন শিল্পের মন্দা কাটিয়ে উঠতে ট্যুর অপারেটর সেবার ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

এত টোয়াবের নেতৃবৃন্দরা বলেন, ট্যুর অপারেটর সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে ভ্রমণ খরচ বাড়বে। এতে পর্যটন শিল্প বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড লাইসেন্স, নবায়ন ফি, ব্যাংক স্থিতি কমানোসহ জামানত বাতিলের দাবিও জানান টোয়াব নেতৃবৃন্দ।

সংগঠনটির সভাপতি মো. রাফেউজ্জামান জানান, ট্যুর অপারেটরদের নিবন্ধন বিষয়ে নতুন গেজেটের নিয়ম ও শর্তগুলো মেনে চলা বেশ কঠিন। তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিধিমালার অসঙ্গতি দূর করার দাবি জানান তিনি।

/এমএইচ/এমএন

Exit mobile version