Site icon Jamuna Television

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছয় মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তিনি এ অভিযোগ দায়ের করেন।

আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি উত্তরা থেকে র‍্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে ছয় মাস গুম করে রাখে। গুম থাকা দিনগুলোতে অবর্ণনীয় নির্যাতনের কথাও তুলে ধরেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‍্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্য।

/এএম/এমএন

Exit mobile version