Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার মতো মান্নাকেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও কারাবন্দি থাকা অবস্থায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়কের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান তিনি।

এ সময় তিনি জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় যাবেন মান্না। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। মাহমুদুর রহমান মান্না ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের আরেক উদাহরণ বলেও মন্তব্য করেন ড. মঈন খান।

/এমএইচ/এমএন

Exit mobile version