Site icon Jamuna Television

ইরানের কাছ থেকে গুপ্তহত্যার হুমকি পেয়েছিলেন ট্রাম্প!

ইরানের কাছ থেকে গুপ্তহত্যার হুমকি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছে তার প্রচার শিবির। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, গুপ্তহত্যার হুমকির বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

ট্রাম্পের দাবি, তার জীবনের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল ইরান। বহুবার তাকে গুপ্তহত্যার চেষ্টা করেছে তেহরান। কিন্তু তাদের চাল সফল হয়নি।

রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে মার্কিন সেনাবাহিনী। তার সুরক্ষায় আগের চেয়েও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে আবারও এ ধরনের কাজ করতে পারে তেহরান। এ নিয়ে ট্রাম্পকে বাড়তি সতর্কতা দেয়া হয়েছে।

/এএম

Exit mobile version