Site icon Jamuna Television

‘সেরা হামাগুড়িয়ান সিজন ২’ নিয়ে ফিরে এলো শাইনেক্স

প্রথম বছরের দুর্দান্ত সাফল্যের পর শাইনেক্স ফ্লোর ক্লিনার এ বছর আবারও নিয়ে এসেছে ‘শাইনেক্স সেরা হামাগুড়িয়ান’।

‘প্রতিটি শিশু যেন বেড়ে ওঠে ঝকঝকে, জীবাণুমুক্ত ফ্লোরে এবং সুরক্ষিত থাকে ওদের আগামীর পথচলা’ এ লক্ষ্যে শিশুদের এ প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করেছে শাইনেক্স ফ্লোর ক্লিনার।

ইতোমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শত শত অভিভাবক শাইনেক্সের ফেসবুক পেজে তাদের প্রিয় সন্তানের হামাগুড়ির ভিডিও ও যাবতীয় তথ্যাবলি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন।

সব তথ্য ও ভিডিও যাচাইবাছাই করে সেরা ৩০ জন হামাগুড়িয়ানকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হবে, যা ঢাকায় একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামের বিস্তারিত তথ্য অংশগ্রহণকারীদের আগেই জানিয়ে দেয়া হবে। শীর্ষস্থান অধিকারীসহ ৩০ জনের সবার জন্যই শাইনেক্সের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

/এএম

Exit mobile version