Site icon Jamuna Television

সরে গেলো ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

২০২৭ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিলানের সান সিরো স্টেডিয়ামে। তবে আকস্মিকভাবে ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। সংস্কারের উদ্দেশ্যে সাড়ে ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়েছে এই বিগম্যাচ।

সংস্কার কাজ কতদিন নাগাদ চলবে বা কবে স্টেডিয়ামটি প্রস্তুত হবে তা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। আর সেই ম্যাচের আগে সংস্কার কাজ যে শেষ হবে না, তা অনেকটাই নিশ্চিত। তাই এমন সিদ্ধান্ত। ইতোমধ্যে নতুন ভেন্যু বেছে নেয়ারও ঘোষণা দিয়েছে উয়েফা।

মিলানের ওই মাঠ এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ। দুই দলই তাদের হোম ম্যাচ খেলে থাকে সেখানে। স্টেডিয়ামটির মালিক মূলত মিলান সিটি কাউন্সিল।

উল্লেখ্য, এই মাঠে সবশেষ ২০১৬ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেবার অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

/এমএইচআর/এমএন

Exit mobile version