Site icon Jamuna Television

ইসরায়েলকে হুমকি দিতে ইরানের মিসাইল প্রদর্শনী

উন্মুক্ত সড়কে এবার বিধ্বংসী মিসাইল ও ড্রোনের প্রদর্শনীর আয়োজন করলো ইরান। ইসরায়েলকে হুমকি দিতেই মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই আয়োজন করা হয় দেশটির রাজধানী তেহরানে।

এতে ছিলো বিভিন্ন প্ল্যাকার্ডও, যেগুলোতে লেখা ছিল হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধের নানা বার্তা। ইসমাইল হানিয়া ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার কাশেম সোলাইমানির ছবিও ছিল আয়োজনে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে তেহরানে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। এরপর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান।

/এএম

Exit mobile version