Site icon Jamuna Television

ফরিদপুরে সড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর (ভাঙ্গা) করেসপনডেন্ট:

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের ওপর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ধান গবেষণা অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাকি জানান, খবর পেয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটিকে উদ্ধার করে। রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামী গাড়ি যুবকটিকে পিষ্ট করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত যুবকের পরণে নীল রংয়ের একটি প্যান্ট ও একটি গেঞ্জি রয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিআইডি একটি বিশেষজ্ঞ দল মরদেহের পরিচয় শনাক্ত কাজ করবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ

Exit mobile version