Site icon Jamuna Television

একই স্কোরলাইন, বড় জয় তুলে নিলো লিভারপুল ও আর্সেনাল

কারাবো কাপে বড় জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। আসরের তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই দলের জয়ের ব্যবধানই ৫-১। অল রেডরা হারিয়েছে ওয়েস্টহ্যামকে। অপরদিকে, বোল্টনের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল।

অ্যানফিল্ডে নিজেদের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে বড় জয় পেলেও শুরুতে গোল হজম করে লিভারপুল। ডিফেন্ডার জারেল আমোরিনের ভুলে ২১ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় ওয়েস্ট হ্যাম। অভিষিক্ত কিয়েজার এসিস্টে দিয়েগো জোতা প্রথমার্ধে ব্যবধান ১-১ করেন। সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।

কার্টিস জোনসের এসিস্টে দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন জোতা। ম্যাচের ৭৪ মিনিটে আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার গোলে শট নেন। ওয়েস্টহ্যাম গোলরক্ষক বল ঠেকিয়ে দেন, ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান সালাহ। ২ মিনিট পরই লাল কার্ড দেখেন এডসন আলভারেজ। ১০ জনের দলের বিপক্ষে পরের দুটি গোলই করেন কোডি গ্যাকপো। ৯০ মিনিটে ডারউইন নুনেজের পাস থেকে গোল করেন তিনি। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে লিভারপুলের হয়ে পঞ্চম গোল করেন গ্যাকপো। ৫-১ গোলের বড় জয় পায় অল রেডরা। ৪র্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।

অপরদিকে, আর্সেনাল বনাম বোল্টন ম্যাচে ১৫ মিনিটে ডেডলক ভাঙেন ডেকলাইন রাইস। ম্যাচের ৩৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে রহিম স্টারলিংয়ের বাড়ানো বল জালে জড়ান নুয়ানেরি। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে গানাররা।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক ভঙ্গি আরও বাড়াতে থাকে আর্সেনাল। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নুয়ানেরি। ঠিক ৪ মিনিট পরেই ব্যবধান কমান বোল্টনের অ্যারন কলিন্স। এরপর ৬৪ মিনিটে আর্সেনালের হয়ে নিজের প্রথম গোল করেন রহিম স্টার্লিং ও ৭৭ মিনিটে কাই হ্যাভার্টজ জালের দেখা পেলে ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত হয় মিকেল আর্টেটার শিষ্যদের। ২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড।

/এমএইচআর

Exit mobile version